ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বরিশালে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বরিশাল: বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের দায়ে অজয় কুমার পাল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। সাজাপ্রাপ্ত অজয় কুমার পাল নগরের কাউনিয়া প্রধান সড়কের মৃত কৃষ্ণ কান্ত পালের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নগরের কাউনিয়া এলাকার একই গোত্রের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় অজয়ের। সেই সূত্রে ২০০৮ সালের ২২ ডিসেম্বর রাতে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে সে। এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার মেয়েটির সঙ্গে শারীরিক মেলামেশা করে অজয়।

২০০৯ সালের ৮ মার্চ ভিকটিম অজয়কে বিয়ের জন্য বললে সে অসম্মতি জানায়। এ ঘটনায় একই বছর ৭ এপ্রিল ভিকটিমের বাবা বাদী হয়ে অজয় কুমার ওরফে বাবু পালকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।  

এরপর ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় কোতোয়ালি মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার। মামলার ১০ বছর পর ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।