ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তুরাগে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
তুরাগে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঢাকা: রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় র‌্যাবের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত শহিদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলকায় র‌্যাব-১ এর সদস্যরা অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, ডাকাত সদস্যরা বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব সদস্যরা।

ঘটনাস্থলে গেলে ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়লে ডাকাত শহিদ নিহত হন এবং ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যান।

এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, দু’টি ওয়ানশুটার গান, ২১টি কারতুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।