ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বরিশালে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় দুইজনকে পৃথক ধারায় কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় একজনকে ১০ ও আরেকজনকে ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম।

আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে নগরের হাউজিং এলাকার বাসিন্দা আব্দুল ওহাব সিকদারের ছেলে জাবেদ আকরাম ছালেহ ওরফে শাওনকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।

অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি একই এলাকার বাসিন্দা মহিউদ্দিন টিপুর ছেলে রহিমুল ইসলাম ওরফে রহিমকে দুই বছরের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের ১৪ মার্চ দুপুরে কাউনিয়া সাবান ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয় থানার অপর এসআই শম্ভু কাঞ্জি পাল।

মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।