ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার এলাকায় বালুবাহী পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে নুর মোহাম্মদ বেপারী (৭৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালকসহ চার জন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হরিণা-চান্দ্রা সড়কের খাসেরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- নিহত নুর মোহাম্মদের স্ত্রী ফিরোজা বেগম (৬৫), ছেলে আলমগীর হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৮), নাতি জাহেদ হাসান (৮) ও অটোরিকশাচালক সিরাজ সৈয়াল (২৫)।

সিএনজি চালকের বাড়ি হাইমচর কমলাপুর গ্রামে। নিহত নুর মোহাম্মদ ও বাকি তিন জন হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী বাংলানিউজকে বলেন, একটি অটোরিকশা যাত্রী নিয়ে হাইমচর থেকে চাঁদপুরের দিকে এবং একটি পিকআপভ্যান হরিণা ঘাট থেকে বালু ভর্তি করে চান্দ্রার দিকে যাচ্ছিল। পথে হরিণা-চান্দ্রা সড়কের খাসেরবাড়ী নামক স্থানে এলে পিকআপভ্যানের একটি চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ পাঁচ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান আসিব বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। অপর আহতদের মধ্যে চালক সিরাজকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।