ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
কদমতলীতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৪

ঢাকা: রাজধানীর কদমতলী থেকে রাসেল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত রাসেলের পূর্ব পরিচিত চার যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

কামরুজ্জামান জানান, নিহত রাসেল পেশায় অটোচালক ছিলেন।

তিনি রাজধানীর কদমতলী এলাকায় থাকতেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাসেলের পরিচিত কয়েকজন তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেলে বলে স্বজনরা থানায় অভিযোগ করেছেন।

তিনি জানান, এরপর এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মিলে রাসেলের পূর্ব পরিচিত দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও দুই যুবকসহ মোট চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর দমতলী মেডিক্যাল রোডে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের পানির ট্যাংকির ভেতর থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।