ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১১ দোকানে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
গাজীপুরে ১১ দোকানে ডাকাতি গাজীপুরের কালীগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণের দোকান। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার এলাকায় স্বর্ণ, টিভি-ফ্রিজসহ বিভিন্ন ধরণের ১১টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার এলাকায় আনুমানিক রাত ১টার দিকে দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত পিকআপে করে হানা দেয়।

এসময় তারা বাজারে থাকা চার-পাঁচজন নিরাপত্তা প্রহরীর হাত-পা বেঁধে বাজারের এক গলির মধ্যে আটকে রাখে। পরে ডাকাতেরা বাজারের স্বর্ণ, ইলেকট্রনিক্স, কাপড় ও মুদি দোকানসহ বিভিন্ন প্রকারের ১১টি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।  

খবর পেয়ে পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক বলেন, স্বর্ণ ও মুদি দোকানসহ আট-দশটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করার পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০।
আরএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।