ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের বাথরুমের ছাদে ঝুলন্ত অবস্থায় শুকুর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।            

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুকুর আলী কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত এশারত আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকালে কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুমের ছাদে বৃদ্ধ শুকুর আলীর ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।