ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়ে আটক

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মা ফিরোজা নাছরিনকে (৫৬) কুপিয়ে হত্যার অভিযোগে মেয়ে তামান্না জেবীন রুমানাকে (২৮) আটক করেছে পুলিশ।   

বুধবার  (৫ ফেব্রুয়ারি) পৌরশহরে উত্তর কলেজপাড়ায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা নাছরিন সাবেক অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিনের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজা নাছরিন তার ছেলে রিয়াজ ও মেয়ে তামান্না জেবীন রুমানাকে নিয়ে পৌর শহরের (৬ নম্বর ওয়ার্ড) উত্তর কলেজপাড়ায় নিজ বাসায় বসবাস করতেন। কয়েকদিন ধরে মেয়ে রুমানা অস্বাভাবিক আচরণ করছিল।  এর ধারাবাহিকতায়  বুধবার সকাল সাড়ে ১০টার দিকে  মা ও বোনকে বাসায় রেখে রিয়াজ ডাক্তার আনতে যান। এ সময় রুমানা রান্না ঘরের বটি দিয়ে ফিরোজা নাছরিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে রিয়াজ বাসায় এসে দরজায় নক করলে দরজা না খুললে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে রান্না ঘরে মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, মানসিক ভারসাম্যহীন মেয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ খুনের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও মেয়েকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।