ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে তৃতীয়বারের মতো পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে দিনটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সহকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে শহরে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগ্রন্থাগারের সামনে শেষ হয়।

পরে সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেস্বর ত্রিপুরার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, খাগড়াছড়ি সরকারি কলেজে সহকারী অধ্যাপক মধু মঙ্গল চাকমা, জেলা গ্রন্থাগার কর্মকর্তা ওয়েন চাকমা, জেলা শিশু একাডেমির কর্মকর্তা উষানু চৌধরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কৃঞ্চ লাল দেবনাথ প্রমুখ।

আলোচনা সভায় খাগড়াছড়ির বিভিন্ন গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪৮ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন আলোচনা সভার প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।