ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব: ইন্দিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ সম্ভব: ইন্দিরা

ঢাকা: সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা। 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেইলি অবজারভার আয়োজিত ‘নারীর ক্ষমতায়নে সরকার ও গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, বিশ্বের প্রায় উন্নত দেশগুলোতে জঙ্গিবাদ এখনো রয়ে গেছে।

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে জঙ্গিবাদ যদি নিয়ন্ত্রণে আনা যায়, ইভ টিজিং যদি প্রতিরোধ করা যায় তাহলে আমরা কেন বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধ করতে পারবো না।  সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই-সংগ্রাম করেছেন। আমাদের সংবিধানেও নারী অধিকার নিয়ে আইন করেছেন। যুদ্ধের সময়ে নির্যাতিতদের চিকিৎসার জন্য জাপান ভারত থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়েছে। মুক্তিযুদ্ধকালে নির্যাতিত ও নিপীড়িত নারীদের বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। বঙ্গবন্ধু নারী অধিকার আদায়ে অসামান্য অবদান রেখে গেছেন। ’

তিনি আরও বলেন, আমরা দেশের প্রতিটি জেলা-উপজেলায় কর্মজীবী নারীদের জন্য হোস্টেল করবো। দুঃস্থ এবং দরিদ্র মহিলাদের জন্য ভাতা দেওয়া হচ্ছে। বাংলাদেশের মতো জেন্ডার বাজেট সারা বিশ্বের কোথাও নেই।  

গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন- ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট ড. মারুফি খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।