ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
বগুড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা ও পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ উপজেলার বেরুঞ্জ ডোগলাপাড়া গ্রামে একটি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া ও জয়পুরহাট জেলার সীমানা নির্ধারণকারী বেরুঞ্জ গ্রামের ডোগলাপাড়া এলাকার একটি খালের পাশে সকালে অজ্ঞাত এক পুরুষের মরদেহটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী। মরদেহটি এমনভাবে পোড়ানো যে, মুখ দেখে তার পরিচয় জানা সম্ভব নয়।  

দুপচাঁচিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত)) শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার যে স্থানে মরদেহটি পড়েছিল তা থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা সীমানার দূরত্ব মাত্র ২০ মিটার। কখন ওই হত্যাকাণ্ড ঘটেছে তার সঠিক কোনো সময় এ মুহুর্তে বলা যাচ্ছে না।

তিনি জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।