ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিসিকে মার্চে চালু হচ্ছে ই-নথি কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
সিসিকে মার্চে চালু হচ্ছে ই-নথি কার্যক্রম

সিলেট: আরো দ্রুত নাগরিক সেবা নিশ্চিতে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) চালু হচ্ছে ই-নথি কার্যক্রম। ১ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
 
মেয়র আরিফুল হক বলেন, ১ মার্চ থেকে মেয়র দপ্তরের সব সেবা কার্যক্রম ই-নথিতে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে পরিচালিত হবে।

ক্রমান্বয়ে সিসিকের সব কার্যক্রম ই-নথির আওতায় আনা হবে। এজন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে সিসিকের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া  হচ্ছে।
 
এর আগে নগর ভবনে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ ‘আধুনিক কম্পিউটার ল্যাবে’র উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
 
পরে তিনি একটি ই-নথি পর্যবেক্ষণ করেন এবং ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে যথাযথ নির্দেশনা দেন।
 
অনুষ্ঠানের সভাপতি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। সিসিকের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ই-নথি প্রশিক্ষণ কর্মশালার পরিচালক জমিস উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, ছয়ফুল আমীন বাকের, এ বি এম জিল্লুর রহমান উজ্জল ও সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান।
 
প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিকের আইটি কন্সালট্যান্ট মো. সাদাত হোসেন খান।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।