ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডির পপুলার হাসপাতালে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
ধানমন্ডির পপুলার হাসপাতালে আগুন

ঢাকা: রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কামরুল হাসান বলেন, রাত সোয়া ৮টার দিকে পপুলার হাসপাতালের মেশিনারিজ রুমে আগুন লাগে।

আমাদের ৪টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এদিকে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তিনি।   

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএমআই/এইচজে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।