বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুলাল সরকার সাতক্ষীরা শহরের ফুলতলা গ্রামের বুলিন সরকারের ছেলে।
ভোমরা বন্দরের শ্রমিকরা জানান, ভারতীয় পাথরের গাড়ি আনলোড করার সময় দুই ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে দুলাল সরকার ঘটনাস্থলেই মারা যান।
ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বাংলানিউজকে জানান, ভারতীয় দুই ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে দুলাল সরকার নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার ও ট্রাক দুটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এনটি