ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাসচাপায় তরুণ-তরুণী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
টাঙ্গাইলে বাসচাপায় তরুণ-তরুণী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় বাসচাপায় তরুণ-তরুণী নিহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার বাংলানিউজকে জানান, সেতু এলাকায় বেড়াতে আসা দুই শিক্ষার্থী গোলচত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে একজনের স্টুডেন্ট আইডি কার্ড ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা দু’জনের শিক্ষার্থী। তাদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।