রোববার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল কালাম আজাদ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা ইউনিয়নের বাসিন্দা বাবু মিয়া (২৮) ও খুটামারা ইউনিয়নের খালিশা খুটামারা গ্রামের বাসিন্দা সামেদুল ইসলাম (২২)।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, পুটিমারী ইউনিয়নের সাইলবাড়ি এলাকায় নদী থেকে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিনের করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এবি