ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল মহাসড়কে দুই শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
টাঙ্গাইল মহাসড়কে দুই শিক্ষার্থী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

টাঙ্গাইল: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় ম্যাটসের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ এবং ঘাতক বাসের চালক-হেলপারের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশের আশ্বাসে তারা রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়।

অবরোধকালে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে বাসের চালক এবং হেলপারের গ্রেফতারের দাবি করেন। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিও করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে বেড়াতে গিয়ে বাসের চাপায় দুই মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সাইদুর রহমানের মেয়ে সাদিয়া ইসলাম নদী (২৬) ও লক্ষ্মীপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন হামীম তুর্য্য (২১)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরদির্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৯৯৭৫) গাড়িটি সেতুপূর্ব গোলচত্বর পার হওয়ার সময় ওই দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এ ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।