সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রশিদ কুড়িগ্রামের নাগেশ্বরী থানার সুকথায় গ্রামের তাইফুর রহমানের ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাংলানিউজকে বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার সড়ক পার হয়ে কারখানায় যাচ্ছিলেন রশিদ। এ সময় নবীনগর থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে রশিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই এনামুল।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আরআইএস/