ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
সিরাজগঞ্জে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আগুনে একটি হাটের ১১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার ছোনগাছা হাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছোনগাছা হাটের দক্ষিণে অবস্থিত আলমগীরের মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে সিরাজগঞ্জ ও কাজিপুরের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. হামিম বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ১১টি দোকান ও মালামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।