সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার উপজেলার বালিয়াটি রশিদপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। যুথী বেগম বালিয়াটি রশিদপুর এলাকার ওয়াসেল চৌধুরীর স্ত্রী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, বালিয়াটি ইউনিয়নের রশিদপুর এলাকা থেকে যুথী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ওএইচ/