সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-১ স্কোয়াডের কমান্ডার এএসপি সালাউদ্দিন।
তিনি জানান, পাঠাওচালক শামীমকে গলা কেটে খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
এছাড়া, সোমবার দুপুর ১টায় রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে, জানান তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে পাঠাওচালক শামীমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় সংশ্লিষ্টরা জানান, শামীমকে খুন করে তার মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
পিএম/এফএম