সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, ভোরে কুয়াশার কারণে সেতুর টোলপ্লাজা থেকে ধীরে ধীরে গাড়ি ছাড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল।
এর আগে, ভোর ৬টা থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট কড্ডর মোড় ছাড়িয়ে নলকা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে মহাসড়কটি অচল হয়ে পড়ে। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
** বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আরআইএস/