ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: প্রায় ছয় ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশা কেটে যাওয়ার পর সেতুর ওপরে ধীরে ধীরে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল শুরু করে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, ভোরে কুয়াশার কারণে সেতুর টোলপ্লাজা থেকে ধীরে ধীরে গাড়ি ছাড়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল।

সকাল ১০টার পর থেকে ধীরে ধীরে সেতুতে গাড়ি ছাড়তে শুরু করে। এরপর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।       

এর আগে, ভোর ৬টা থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট কড্ডর মোড় ছাড়িয়ে নলকা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়ে মহাসড়কটি অচল হয়ে পড়ে। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

** বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।