সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খলিশপুট্টি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি বসতঘর ও দুটি রান্নাঘর পুড়ে গেছে।
ফরিদপুরের নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আতিকুর রহমান বাংলানিউজকে জানান, সোমবার দুপুর ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় খোরশেদ মোল্লা ঘর থেকে বের হতে না পেরে দগ্ধ হয়ে মার যান। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমআরএ