গ্রেফতার আসামিরা হলেন-বন্দরের একরামপুরের ইস্পাহানী এলাকার দুলালের ছেলে হোসেন (২৭) ও মুন্সিগঞ্জের মোক্তারপুর এলাকার জাকির হোসেন ছেলে ইয়ার হোসেন পায়েল (৩২)। সোমবার ভোরে বন্দরের একরামপুর ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) সফিউদ্দিন বাংলানিউজকে জানান, প্রথমে হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করার পর সে জানায় পায়েলের কাছ থেকে সে অস্ত্র নিয়েছে। পরে তার তথ্যমতে পায়েলকে গ্রেফতারের পর জানা যায় পায়েল তার কাছে অস্ত্রটি বিক্রি করেছিল। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ওএইচ/