ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গলায় ফাঁস দিয়ে পুরোহিতের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
গলায় ফাঁস দিয়ে পুরোহিতের আত্মহত্যা প্রতীকি ছবি

ভোলা: ভোলা শহরের মদনমোহন মন্দিরের পুরোহিত নির্মল ভট্টাচার্যের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুরোহিতের লাশ উদ্ধার করা হয়।  

নির্মল ভট্টাচার্যের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।

তিনি গত ২-৩ বছর ধরে মন্দিরের পুরোহিত হিসাবে দায়িত্বরত ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে রাতেই মন্দির থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে পুরোহিত কী কারণে আত্মহত্যা করেছেন তা উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।

লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে গলায় ফাঁস দিয়ে পুরোহিতের আত্মহত্যার ঘটনায় পুরো শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
কেএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।