ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা, ভেকু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা, ভেকু জব্দ ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে আশ্রয় প্রকল্পের কাছ থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ও মাটি জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে বলেন, হরিরামপুরের চালা ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে অবৈধভাবে আশ্রয়ন প্রকল্পের কাছ থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে আশ্রয় প্রকল্পের কাছের নাল জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।

 

সঙ্গে মাটি কাটার ভেকু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
কেএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।