মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বাংলানিউজকে বলেন, হরিরামপুরের চালা ইউনিয়ন চেয়ারম্যানের ছেলে অবৈধভাবে আশ্রয়ন প্রকল্পের কাছ থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে আশ্রয় প্রকল্পের কাছের নাল জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।
সঙ্গে মাটি কাটার ভেকু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
কেএআর/ইউবি