ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
টেকনাফে জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের উদ্বোধন বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: দেশি-বিদেশি প্রায় তিন হাজার রোভার স্কাউটদের অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ট্যুরিজম পার্কে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপুমনি বলেন, বাংলাদেশ ছোট্ট একটি দেশ।

আমাদের প্রাকৃতিক সম্পদও সীমিত। এরপরও বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, এর একমাত্র কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক। তার নেতৃত্ব সততা, দেশপ্রেম, জনগণের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টার কারণে তিনি শুধু কক্সবাজার নয়, গোটা বাংলাদেশে উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।

স্কাউটিং সম্পর্কে তিনি বলেন, স্কাউটিং হচ্ছে সোনার মানুষ গড়ার কারিগর। যারা এই স্কাউটিংয়ের সঙ্গে রয়েছে তারাই সোনার মানুষ হিসেবে গড়ে ওঠবে। প্রধানমন্ত্রী ঘোষিত সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারাই অগ্রণী ভূমিকা পালন করবে। এ কারণে প্রধানমন্ত্রী সারাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে দুইটি করে স্কাউট টিম গঠনেরও নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের সমন্বয়ক জাতীয় স্কাউট কমিশনার নাজমুল হক নাজু।

আয়োজকেরা জানান, বাংলাদেশ স্কাউটসের আয়োজনে দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজার ৮শ জন স্কাউট সদস্য অংশ নিচ্ছেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত এ ক্যাম্প চলবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।