ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার দুর্গম বন্দুক ভাঙ্গা ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে সুমন চাকমা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পার্বত্য সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের উলুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা (জেএসএস সংস্কার) গ্রুফের সঙ্গে ইউপিডিএফ’র বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় সংস্কারপন্থিদের গুলিতে ইউপিডিএফ কর্মী সুমন চাকমা নিহত হন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে যৌথবাহিনীর একটি দল। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ ওই দুই সংগঠনের নেতারা।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এলাকাটা বেশ দুর্গম হওয়ায় নিহতের মরদেহ উদ্ধার করতে সময় লাগবে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।