বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের উলুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা (জেএসএস সংস্কার) গ্রুফের সঙ্গে ইউপিডিএফ’র বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় সংস্কারপন্থিদের গুলিতে ইউপিডিএফ কর্মী সুমন চাকমা নিহত হন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে যৌথবাহিনীর একটি দল। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ ওই দুই সংগঠনের নেতারা।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এলাকাটা বেশ দুর্গম হওয়ায় নিহতের মরদেহ উদ্ধার করতে সময় লাগবে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসআরএস