বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভদ্রঘাট তালুকদার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাইদুল মধ্য ভদ্রঘাট গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে ওই এলাকায় একটি পুকুর পাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় সাইদুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে জানা যাবে। নিহত সাইদুলের নামে একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। তিনি গত নয়দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসআরএস