ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল আহমেদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

সোহেল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রফিক আহমেদের ছেলে।

তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

নিহতের ভাই শাহাদাত হোসেন আরিফ বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দেবীপুর গ্রামের হাজী সাহেবের বাড়িতে কাজ করতে যান সোহেল। ওই বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত হন সোহেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার  (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বাংলানিউজকে সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।