মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহেল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রফিক আহমেদের ছেলে।
নিহতের ভাই শাহাদাত হোসেন আরিফ বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দেবীপুর গ্রামের হাজী সাহেবের বাড়িতে কাজ করতে যান সোহেল। ওই বাড়িতে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত হন সোহেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বাংলানিউজকে সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসআরএস