বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওআইসি সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। আমরা অন্যের হয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ করি। এটা ঠিক নয়। ওআইসি এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। আমরা এটাকে আরও শক্তিশালী কিভাবে করতে পারি, সেটা নিয়েই আলোচনা করছি।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ওআইসির নেতারা।
ঢাকায় বুধবার ওআইসি সংস্কার নিয়ে এ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ অধিবেশন শেষ হবে। এতে ওআইসি দেশগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
টিআর/ওএইচ/