বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই চালকের মধ্যে একজন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত শাহজাহানের ছেলে মোহাম্মদ লিটন (৩৫)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, ট্রাকটি (নারায়ণগঞ্জ-ট-০২-০৩২৬) ছিলো কংক্রিট বোঝাই। এ ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-০৭৯১) যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক লিটনের মৃত্যু হয়। আর গুরুতর আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ সময় দুর্ঘটনাকবলিত দু’টি যানই দুমড়ে-মুচড়ে এবং খাদে পড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসবি/এএটি