ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ধামরাই (ঢাকা): অবৈধ ইটভাটা ভেঙে ফেলার প্রতিবাদে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ইটভাটার শ্রমিকসহ এলাকাবাসীরা। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় অবরোধ করে রাখে তারা।  

ইটভাটার শ্রমিকরা জানান, তাদের কর্মস্থল ইটভাটা যদি এভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে, কি কাজ করবে।

পরিবেশ অধিদফতর সকাল থেকে দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে আংশিক ভেঙে দিয়েছে।  

শ্রমিকরা বলেন, জরিমানাও দিতে হচ্ছে আবার ইটভাটাও ভেঙে ফেলছে। তাহলে আমরা এখন কোথায় যাবো।  

কর্তব্যরত পুলিশ কর্মর্কতা মাসুদসহ পুলিশ সদস্যরা সড়কর যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা করেছে।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।