বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছেন দেশের প্রবাসী তথা রেমিটেন্সযোদ্ধারা।
১৭৩টি দেশে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা থাকলেও সম্প্রতি জাপান সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে জাপান সরকার দক্ষকর্মীদের পরীক্ষার মাধ্যমে প্যানেল করে সম্পূর্ণ ফ্রি অভিবাসন ফি'তে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে বাংলাদেশিরা। এজন্য কর্মীদের ভাষা ও কর্মের দক্ষতা বাড়াতে সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে যোগ দিতে আগ্রহী ১৮-৩২ বছর বয়সী যুব ও যুব মহিলাদের জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র তথা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিরাপদ অভিবাসনের মাধ্যমে দেশের রেমিটেন্স বাড়াতে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সবার সহযোগিতা কামনা করেন ইউএনও মনসুর উদ্দিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং এবং সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলম, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চিত্ররঞ্জন রায় প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসএইচ