ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছিনতাইয়ের সময় হত্যা করতেও দ্বিধা করে না তারা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
ছিনতাইয়ের সময় হত্যা করতেও দ্বিধা করে না তারা

সাভার (ঢাকা): ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে প্রাইভেটকারে যাত্রী বহনের নামে অপহরণ, ছিনতায় ও মুক্তিপণ আদায় চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেফতার হওয়া আসামিরা হত্যাসহ একাধিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই হত্যাকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

গ্রেফতার দুই আসামি হলো- মতুর্জা (৩৪) ও শাহিন ওরফে সুহিন খান।

তাদের বিস্তারিত নামপরিচয় এখনো স্পষ্ট করে জানায়নি পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, গত বছরের ১০ অক্টোবর ঢাকার ধামরাইয়ে আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে ধামরাই থেকে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে মুক্তিপণ আদায় করে ধামরাইর জয়পুরা এলাকায় শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে নিহতের পরিবারের সদস্যরা অজ্ঞাতব্যক্তিদের আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই কায়দায় আবু নাইম নামে এক ব্যক্তির কাছ থেকে এটিএম কার্ডের পিন নম্বর নিয়ে ১ লাখ ৩০ ও বিকাশে আরো ২৫ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। আরেক ব্যক্তি লিটন মাহাতোকে প্রাইভেটকারটিতে উঠিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তারা।

পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর থেকে ওই দুই হত্যাকারীকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় অপহরণকারীদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়। এসব ঘটনায় আরো দুইজন জড়িতকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, ডিবি পুলিশের ওসি আবুল বাসারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।