বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে দু’দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. শহীদুল ইসলাম ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) খলিল আহমদ।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের জনশুমারি সুষ্ঠু ও সুন্দর করতে ঢাকা বিভাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বড় জেলাগুলোকে ভাগ করে ১৩৩টি শুমারি জেলা এবং ৩ হাজার ২০০টির উপর জোন ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হবে। এবার ব্যবহার করা হবে মাল্টিমোড।
মূল প্রবন্ধে জাহিদুল হক সরদার জানান, এবার জনশুমারি থেকে কোনো মানুষ গণনা যেন বাদ না পড়ে এবং কোনো মানুষ যাতে দু’বার গণনার মধ্যে না আসে সেজন্য জিও কোড ব্যবহার করা হবে। এজন্য বিভাগীয় পর্যায়ে বৈঠক করে মতবিনিময় হচ্ছে। কাজে লাগানো হচ্ছে দেশের পুরো প্রশাসনকে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমআইএস/এএ