শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আলেয়া ওই এলাকার আবু বকর মোল্যার স্ত্রী বলে জানা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো সকালে হাটতে বের হন আলেয়া। পথে পারলা এলাকায় এলে মাগুরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসআরএস