ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাষাশহীদদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাষাশহীদদের স্মরণ

বরিশাল: যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় পালিত হয়েছে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ববি উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে একটি র‌্যালি নিয়ে শহীদ মিনারে সমবেত হয় বিশ্ববিদ্যালয় পরিবার।  

এসময় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ববি উপাচার্য।

এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যান, পরিচালক, দফতর প্রধানরাসহ শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ২৪টি বিভাগ, তিনটি হল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, উত্তরাধিকার, ডিবেটিং সোসাইটি, কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, ৭১’র চেতনা, ফটোগ্রাফিক সোসাইটি, আইটি সোসাইটি, বাঁধন, কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি, নাট্যদল, বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

অপরদিকে সকাল সাড়ে ১০ টায় অমর একুশের তাৎপর্য তুলে ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে কীর্তনখোলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

ববি শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

আলোচনায় বিশিষ্ট ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা মো. ইউসুফ (কালু), বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট, পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষক সমিতির নেতা, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সভাটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মো. খোরশেদ আলম।

এছাড়া শিক্ষক সমিতি আয়োজিত এ আলোচনা সভায় বিশিষ্ট ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা মো. ইউসুফকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এদিকে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে বলে ক্যাম্পাস সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।