শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিজানুর ওই উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব-পরাণ গ্রামের ক্ষত্রিয়পাড়ার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন মিজানুর। পথে বৈদ্যনাথ এলাকায় ওই সড়কে পারপাররত একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান মিজানুর। এসময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন মিজানুর। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসআরএস