শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শিবচরের বাহাদুরপুরে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়ত উল্লাহর আস্তানায় জুমার নামাজ আদায় শেষে সেখানকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিতে পারেন।
এর আগে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত শরীয়ত উল্লাহর স্মৃতি বিজড়িত শিবচরের বাহাদুরপুর ময়দানে তিন দিনব্যাপী মাহফিল উপলক্ষে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মুসল্লির সঙ্গে এ জামাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহও।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
টিএ