শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি এ সেলফিটি তোলেন।
প্রধানমন্ত্রীর তোলা সেলফি ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা।
তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রযুক্তিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’
সম্প্রতি হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইল ফোনের ক্যামেরায় পদ্মাসেতুর ছবি তোলার একটি ছবিও ভাইরাল হয়। সুযোগ পেলেই প্রযুক্তিবান্ধব প্রধানমন্ত্রী বাংলা অপরূপ দৃশ্য ধারণ করেন মোবাইল ফোনের ক্যামেরায়।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এমআইএইচ/এএ