ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শহীদদের ‘স্মৃতিচিহ্ন’ এঁকে পুরস্কার পেলো শিশুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
শহীদদের ‘স্মৃতিচিহ্ন’ এঁকে পুরস্কার পেলো শিশুরা

লালমনিরহাট: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত বিভিন্ন দৃশ্যের চিত্রাঙ্কন করে পুরস্কার পেয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী নানা কর্মসূচি ও সর্বস্তরের মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মানুষ।

 

আগামী দিনের কর্ণধার শিশুদের মধ্যে ভাষা আনন্দোলনের ইতিহাস তুলে ধরতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, কর্নেল (অব.) আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।