শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার নিমতলা মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে বাজারের ব্যাগে রাখা স্কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুড়বাড়াদী গ্রামের ফরজ আলীর ছেলে সাকিব (২৬) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে চঞ্চল আলী (২৫)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টহল দল নিমতলা সড়কে ডিউটি করার সময় একটি ভ্যানের গতিরোধ করে। এসময় ভ্যানের দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে স্কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা পাওয়া যায়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরামুল হুসাইনসহ বলেন, এ ঘটনায় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।
শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
এএ