শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হাতিবান্ধা গ্রামের কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে স্থানীয় এক কৃষক কলাবাগানে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ওই নারীর পরনে লাল ও কালো রংয়ের পোশাক ছিল। তার হাতে শাখা ও সিঁথিতে সিঁদুর দেখে বোঝা যাচ্ছে তিনি হিন্দু ও বিবাহিতা নারী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে কলাবাগানে ফেলে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
কেইউএ/আরবি/