মনোয়ারা বেগম জয়পুরহাট সদরের চকশ্যাম গ্রামের হত দরিদ্র রিকশা চালক আবুল হোসেনের স্ত্রী।
জানা যায়, ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে বাড়ির সকলের অনুপস্থিতিতে মনোয়ারা বেগম শীত নিবারণের জন্য রান্নার চুলাতে আগুন পোহাচ্ছিলেন।
সেখানেও তিনি প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেলে পরিবারের সদস্যরা পরের দিন দুপুরে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হসপিটালে ভর্তি করায়। আর সেখানেই দায়িত্বরত চিকিৎসক ১৩ দিন চিকিৎসা শেষে কোনো বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দিয়ে ছাড়পত্র দিলে গত ফেব্রুয়ারি রাতে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসে।
সর্বশেষ অনেকটা অর্থাভাবেই চিকিৎসা করাতে না পেরে সবাইকে কাঁদিয়ে শনিবার বিকেলে না ফেরার দেশে চলে গেলেন দরিদ্র মনোয়ারা বেগম।
নিহত মনোয়ারা বেগমের ছেলে মনোয়ার হোসেন জানান, শুধুমাত্র অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরেই আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এমন করুণ পরিণতি আর যেন কোনো মায়ের না হয়।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এমএইচএম