ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে মা-‌মেয়ে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
গাজীপুরে যাত্রীবাহী বাস উল্টে মা-‌মেয়ে নিহত গাজীপুর

গাজীপুর: গাজীপু‌রের কা‌লিয়াকৈর উপ‌জেলার মৌচাক এলাকায় আজমেরী প‌রিবহনের যাত্রীবাহী এক‌টি বাস উল্টে মা ও মে‌য়ে নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়া‌রি) সকাল সোয়া ৬টার দি‌কে গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‌নিহত হ‌লেন, উপ‌জেলার বোড‌মিল এলাকার ই‌দ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৩৫) ও তাদের মেয়ে আরবী (৯ মাস)।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়াকৈর থেকে ছেড়ে আসা আজমেরী প‌রিবহনের যাত্রীবাহী এক‌টি বাস ঢাকার দিকে যা‌চ্ছিল। এ সময় গাজীপুর-চন্দ্রা মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে সড়কে উল্টে যায়। এ‌তে ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থ‌লেই মারা যায়।

খবর পে‌য়ে হাইওয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে মরদেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।  এ ঘটনায় কেউ আহত হ‌য়ে‌ছে কিনা তা জানা যায়‌নি। তবে এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৩, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।