ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুর্মিটোলায় বেপরোয়া প্রাইভেটকারচাপায় আহত ১৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
কুর্মিটোলায় বেপরোয়া প্রাইভেটকারচাপায় আহত ১৩ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া একটি প্রাইভেটকারচাপায় ১৩ জন পথচারী আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বাংলানিউজকে জানান, কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয় একটি প্রাইভেটকার।

এতে ১৩ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোট ১৩ জনের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে বলেও জানান ওসি কাজী শাহান।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এজেডএস/এএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।