রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে। হালিম রাজশাহীর মুরারীপুরের নিচুপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, সকালে জয়দেবপুর থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি রাজশাহী যাচ্ছিলেন হালিম। এ সময় তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে মৌচাক রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের সিগ্যনাল খুঁটির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
আরএস/আরবি/