ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
কালাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে আসলাম ফকির (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসলাম ওই গ্রামের কছিম উদ্দীন ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামের খনন করা একটি পুকুরে ৬ বছরের একটি কন্যা শিশু খেলা করছিল। সেসময় আসলাম তাকে ধর্ষণ করে। পরে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালে বিকেলে তার বাবা বাদী হয়ে কালাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওসি আব্দুল মালেক বাংলানিউজকে জানান, ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত কিশোর আসলামকে দিনগত রাতে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দি নেওয়ার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে অথবা শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।