বরগুনা: আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে বরগুনার গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা সার্কিট হাউস মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সিফাতের মা আজীবুন্নাহার লীনার দায়ের করা যৌতুক মামলার রায় হয়েছে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি।
এতোদিন দেলোয়ার পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।